ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান স্টপ সার্ভিস সেবা দিতে বেজা’র চুক্তি সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মে ১৮, ২০১৬
ওয়ান স্টপ সার্ভিস সেবা দিতে বেজা’র চুক্তি সই

ঢাকা: ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ৫টি সেবা দিতে বিজনেস অটোমেশন লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
 
বুধবার (১৮ মে) দুপুরে বেজা কার্যালয়ে এ উপলক্ষে বিজনেস অটোমেশন লিমিটেড ও বেজার মধ্যে একটি চুক্তি সই হয়েছে।


 
বেজার পক্ষে সচিব (নির্বাহী বোর্ড) মোহাম্মদ আইয়ুব ও বিজনেস অটোমেশন লিমিটেডের সিইও মো. বজলুল হক বিশ্বাস চুক্তিতে সই করেন।
 
অনুষ্ঠানে বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীসহ অন্য কর্মকর্তা ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
চুক্তি অনুযায়ী, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের ওয়েবসাইটের মাধ্যমে প্রজেক্ট ক্লিয়ারেন্স, ভিসা ও ওয়ার্ক পারমিট রিকমান্ডেশন, ইম্পোট ও এক্সপোর্ট পারমিট।
 
আগামী একমাসের মধ্যে বেজা’র ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস অটোমেশন লিমিটেড এ পাঁচটি কারিগরি সহায়তা প্রদান করবে।
 
তবে ক্রমান্বয়ে ২৮টি সেবা যুক্ত করা হবে। সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে একশ’টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে।
 
আগামী ১৫ বছরে এ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে দেশে এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রতিবছর ৪০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হবে।
 
বেজা’র সোশ্যাল স্পেশালিস্ট মো. আবদুল কাদের খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ১৮, ২০১৬
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।