ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অপ্রদর্শিত আয়ের ব্যক্তিরা কর দিতে ভয় পায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ২৮, ২০১৬
অপ্রদর্শিত আয়ের ব্যক্তিরা কর দিতে ভয় পায়

ঢাকা: দেশের অপ্রদর্শিত আয় করা ব্যক্তিরা কর দিতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

শনিবার (২৮ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বাস্তবায়নে ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ সেমিনারে আয়োজন করে।

সেমিনারে মন্ত্রী বলেন, আমরা কর দিতে চাই না। দেশে যে পরিমাণ করদাতা থাকার কথা সে পরিমাণ করদাতা নেই। যেখানে অন্য দেশে অনেক বেশি করদাতা রয়েছে। হাতে গোনা কিছু মানুষ কর দেয়। সাধারণ মানুষ সব সময় কর দিতে চায়। কিন্তু যাদের করযোগ্য আয় করছে তারা কর দেয় না।

রাশেদ খান মেনন আক্ষেপ করে বলেন, কর দিতে যাদের অনীহা তাদের হয়ত অপ্রদর্শিত বা বেশি আয় রয়েছে। তাদের অনেকেই ভয়ে বা ধরা পড়ার ভয়ে কর দিতে চায় না।

জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখতে কর দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের বড় অর্জন হলো গত ৭ বছর আমরা জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরে রাখতে পেরেছি। প্রবৃদ্ধি এ ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই করযোগ্য আয় করা সব ব্যক্তিকে কর দেওয়া ও কর নেটওয়ার্ক বিস্তার করতে হবে।

আগামী অর্থবছরের জন্য সরকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। বাজেটের বেশির ভাগই রাজস্ব থেকে আসবে। অনেকেই এ বাজেটকে উচ্চাবিলাসী বলছে। সরকার যে উন্নয়ন করতে যাচ্ছে সে ধারা অব্যাহত রাখতে হলে বাজেটকে উচ্চাবিলাসী করা ছাড়া বিকল্প নেই বলে জানান তিনি।

নতুন ভ্যাট আইনে জটিলতা থাকলেও অনলাইনভিত্তিক এ আইনে ব্যবসায়ীরা এর সুফল পাবেন। এর জটিলতা কাটিয়ে উঠতে ব্যবসায়ী-এনবিআরকে এক সঙ্গে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ব্যবসায়ীদের অভিযোগ ছিল ১ টাকা ভ্যাট দিতে গিয়ে ৩ টাকা খরচ করতে হয়।

নতুন ভ্যাট আইন যথাযথ প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীরা যাতে হয়রানি ও দুঃশাসনের শিকার হতে না হয় সেদিকে সর্তক থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন চেয়ারম্যান।

এনবিআরকে প্রতিদিন ৫৬৫ কোটি ও প্রতি ঘণ্টায় ২৪ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করতে হয়। রাজস্ব সংগ্রহে ব্যবসায়ী ও অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলারও নির্দেশ দেন তিনি।

সেমিনারে আরো বক্তব্য রাখেন, এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আব্দুর রাজ্জাক, সদস্য (মূসকনীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সদস্য (শুল্কনীতি ও ভ্যাট প্রশাসন) সুলতান মো. ইকবাল, ঢাকা পূর্ব কমিশনার মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৬
আরইউ/জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।