ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভবিষ্যত পরিকল্পনার ভিত্তি তৈরি সরকারের চ্যালেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুন ৩, ২০১৬
ভবিষ্যত পরিকল্পনার ভিত্তি তৈরি সরকারের চ্যালেঞ্জ ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি তৈরি করা বর্তমান সরকারের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (০৩ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটত্তোর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

  ‍

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মহাজোট সরকারের ৭ বছরের  দু’টো চ্যালেঞ্জ। একটি হচ্ছে জঙ্গি কার্যক্রম ও সন্ত্রাস বন্ধ। আরেকটি ছিলো অর্থনৈতিক উন্নয়ন সাধন করা।

‘এই দু’টো চ্যালেঞ্জের পাশাপাশি বর্তমান অর্থনীতি সচল রাখা ও ভবিষ্যত পরিকল্পনার ভিত্তি তৈরি করা। ’

তথ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে এই মুহ‍ূর্তে বড় চ্যালেঞ্জ ছিলো প্রবৃদ্ধি ৬ ধরে রেখে ৭ এর ঘরে নিয়ে যাওয়া। আরও চ্যালেঞ্জ ছিলো প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে বৈষম্য কমানোর মাধ্যমে সমতাও আনতে হবে।

‘পরিবেশবান্ধব অর্থনীতি, নারীদের ক্ষমতায়ন করার চ্যালেঞ্জ আমরা অর্জন করতে পেরেছি। ’

তিনি বলেন, ‘সিপিডি স্বীকার করেছে সমষ্টিক অর্থনীতির জন্য ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন। সিপিডির এই মন্তব্য সঠিক। ’

‘সামষ্টিক অর্থনীতি বলছে, আমরা লক্ষ্যমাত্রা একটু কম  অর্জন করলেও সামগ্রিক উন্নয়ন হয়েছে। সার্বিকভাবে আমরা অনেক এগিয়ে গেছি। ’

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।