ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মি. নুডলস- এ মিলছে উপহার, মূল্যছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, জুন ৪, ২০১৬
মি. নুডলস- এ মিলছে উপহার, মূল্যছাড়

ঢাকা: প্যাভিলিয়নটির এক পাশে ভোক্তাদের তৈরি করে দেখানো হচ্ছে কীভাবে সুস্বাদ মি. নুডলস তৈরি করতে হয়। মাঝখানে তরুণ কর্মীরা দর্শনার্থীদের কাছে নুডলসটির গুণাগুণের তথ্যের পাশাপাশি উপহারের কথা জানাচ্ছেন।

অপরপাশে চলছে শিশুদের জন্য থ্রিডি গেম।
 
শুক্রবার (০৩ জুন) বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে চলমান চার দিনব্যাপী দশম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রাণ অ্যাগ্রো লিমিটেড’র পণ্য মি. নুডলস’র প্যাভিলিয়নটিতে এমন দৃশ্যের দেখা মিলে।
 
মি. নুডলস এর সেলস এক্সিকিউটিভ রোজলীনা জানালেন, মেলায় চারটি প্যাকেজ রয়েছে। এর মধ্যে চিংড়ি স্বাদের ১২ প্যাকেটের ‍দু’টি প্যাকেজ কিনলে একটি প্যাকেজ উপহার হিসেবে দেওয়া হচ্ছে। মসলা স্বাদের ১২ প্যাকেটের প্যাকেজ বর্তমান বাজার মূল্যের চেয়ে ১৮ (প্যাকেজের মোট মূল্যে) টাকা কমে এবং সঙ্গে ওয়াটার পট উপহার হিসেবে দেওয়া হচ্ছে।
 
মশলা স্বাদের ১৬ প্যাকেটের দু’টি প্যাকেজ কিনলে আরেকটি উপহার হিসেবে প্যাকেজ মিলছে। ক্যানটন স্যুপ একটি কিনলে সঙ্গে আরেকটি উপহার হিসেবে দেওয়া হচ্ছে।
 
এছাড়া প্যাভিলিয়নটিতে শিশুদের জন্য রাখা হয়েছে থ্রিডি সেন্সর গেম’র আয়োজন। পছন্দের পণ্য, উপহার আর মূল্যছাড়ে কেনার পর দর্শনার্থীদের সঙ্গে আসা শিশুরা কিছুক্ষণের গেমে মেতে ওঠার সুযোগও পাচ্ছে এ আয়োজনে।
 
প্যাভিলিয়নের তিন কর্ণারেই দর্শনার্থীদের অনেক উপস্থিতিও দেখা যায়। অনেকেই উপহার আর ছাড় পাওয়ায় বেশি করে প্যাকেজ নিচ্ছেন পছন্দের। কেউবা তথ্য জানছেন। গেম জোনে ব্যস্ত শিশুরা। প্যাভিলিয়নটি সাজানো হয়েছে বেশ গোছালোভাবে। তরুণ কর্মীরাও রয়েছেন উদ্দীপ্ত।
 
সার্বিক বিষয়ে কথা হয় মি. নুডলস’র ব্র্যান্ড ব্যবস্থাপক মো. রিয়াদুল ইসলাম রিয়াদ’র সঙ্গে।
 
তরুণ এ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, আধুনিক মেশিনে তৈরি মি. নুডলস স্বাদ ও মানে অনন্য হওয়ায় ভোক্তাদের কাছে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পেরেছি। ইতিমধ্যে ৬০ ভাগ ভোক্তাদের (নুডলস’র বাজারে) কাছে পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি করেন এ কর্মকর্তা।
 
শিগগিরই শতভাগ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জানান, বাজারে এখন ছয় রকমের স্বাদে তৈরি মি. নুডলস পাওয়া যাচ্ছে।
 
এর মধ্যে রয়েছে ম্যাজিক ও চিকেন মাশালা, ভেজিটেবল, চিংড়ি, ডিম, টমেটো’র স্বাদে তৈরি মি. নুডলস।

উপহার, গেম, রান্নার কৌশল শেখানোসহ নানা আয়োজন বিষয়ে রিয়াদুল ইসলাম রিয়াদ বলেন, মেলা উপলক্ষে দর্শনার্থীদের সম্মানে এ আয়োজন। আমরা সবসময় চাই মি. নুডলস’র ক্রেতারা খুশি থাকুক। এ কারণে বিভিন্ন প্রদর্শনী, ইভেন্টে অংশগ্রহণ করা হয়। ভোক্তাদের কাছে গিয়ে আমরা সেবাটি পৌঁছে দিতে চাই।
 
খুব তাড়াতাড়ি মি. নুডলস’র আরেকটি চমক আসছে বলেও জানান তিনি। মেলা আয়োজকরা জানান, চার দিনব্যাপী এ মেলা শনিবার রাত ৮টায় শেষ হবে।
 
বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।