ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাট আইন সম্পর্কে চেয়ারম্যান

‘সময় পেলেন, সদিচ্ছার সুযোগ নেবেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ৪, ২০১৬
‘সময় পেলেন, সদিচ্ছার সুযোগ নেবেন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সরকার এক বছর পিছিয়ে দিয়ে সদিচ্ছার পরিচয় দিয়েছে। ব্যবসায়ীরা এ সদিচ্ছার সুযোগ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।


 
শনিবার (০৪ জুন) রাজধানীর আইডিবি ভবনে ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি।
 
ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের করদাতাদের ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বিষয়ে উদ্ধুদ্ধকরণে এ সেমিনারের আয়োজন করা হয়।
 
এনবিআরের চেয়ারম্যান বলেন, নতুন ভ্যাট আইন অধিক ব্যবসাবান্ধব, শিল্পবান্ধব ও ব্যঞ্জনাময়- সারাদেশের ব্যবসায়ীদের ভ্যাট অনলাইন প্রকল্পের মাধ্যমে তা বোঝানো হচ্ছে।
 
এ আইনের আওতায় হয়রানিমুক্ত, ভীতিমুক্ত পরিবেশে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা সেবা পাবেন, রাজস্ব আদায় ও প্রদানে কোনো জটিলতা থাকবে না বলেও জানান চেয়ারম্যান।
 
ছোট ছোট ব্যবসায়ীরা নতুন আইন নিয়ে কুয়াশাচ্ছন্ন অবস্থার মধ্যে রয়েছেন। তাদের আরো বেশি করে সচেতন করে তুলতে প্রকল্প কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
 
মো. নজিবুর রহমান বলেন, গত তিন বছরে বিভিন্ন এলাকায় নতুন রাজস্ব আহরণের সম্ভাবনা বা ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, সেগুলোর দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। বাজেট পরিকল্পনা বাস্তবায়নে গত তিন বছরে বিভিন্ন অঞ্চলে যে অর্জন বা চ্যালেঞ্জ সেগুলোকেও নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে।
 
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা অর্জনে দৃঢ় পদক্ষেপে এনবিআর এগিয়ে যাবে। এজন্য সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান চেয়ারম্যান।
 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান।
 
বক্তব্য দেন এনবিআরের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সুলতান মো. ইকবাল, ঢাকা দক্ষিণ কমিশনারেটের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।