ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনগণের আশা পূরণে কাজ করছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ৪, ২০১৬
জনগণের আশা পূরণে কাজ করছে সরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জনগণের আশা প‍ূরণের লক্ষে শেখ হাসিনা নেতৃত্বে কাজ করছে সরকার। এজন্য ২০১৬-১৭ অর্থ বছরে বিশাল বাজেট প্রণয়ন করেছেন।

স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে। এজন্য জনগণের সহযোগিতা এবং অংশগ্রহণ একান্ত জরুরি।

শনিবার (০৪ জুন) সিংড়া পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সিংড়া পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে ১৬ বছর প্রত্যাশা থাকলেও নাগরিকরা উন্নয়ন বঞ্চিত ছিল। সর্বশেষ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র নির্বাচিত করেছে পৌরসভার নাগরিকরা। তাই মেয়রের কাছে নাগরিকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।  


নাটোরে বাজেট অধিবেশনের শুরুতে ২০১৬-১৭ অর্থ বছরের ৪৮ কোটি ৭৯ লাখ ৬৩ হাজার দুইশত ৩৭ টাকার বাজেট পেশ করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মির্জা সালাহ উদ্দিন।

বাজেটে উন্নয়ন সহায়তা খাতে সরকারি বরাদ্দ সাত কোটি ৬০ লাখ টাকা, বিশেষ প্রকল্পের জন্য উন্নয়ন বরাদ্দ ৩৮ কোটি টাকা, রাজস্ব খাতে মোট বরাদ্দ তিন কোটি চার লাখ ১৮ হাজার ৫৭১ টাকা ৪৩ পয়সা, রাজস্ব খাতে উন্নয়ন বরাদ্দ পাঁচ লাখ টাকা, সার্বিক বাজেট উদ্বৃত্ত এক কোটি ৮৯ লাখ আঠারো হাজার ৪০ টাকা ধরা হয়েছে।

বাজেটে সরকারি বরাদ্দের পাশাপাশি পৌরসভার রাজস্ব তহবিল হতে রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট, ড্রেন নির্মাণ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ সংস্কার ও উন্নয়নমূলক কাজের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।  এছাড়াও বাজেটে পয়ঃনিষ্কাশন, সড়কে বাতি স্থাপন, মসক ও কুকুর নিধন, বৃক্ষরোপণসহ বিভিন্ন খাতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।  


এসময় বাজেট অধিবেশন অনুষ্ঠানে পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ।  

এছাড়াও বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. আশরাফুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মণ্ডল, গোল ই আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম ও সচিব আ. মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এনটি/পিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।