ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন

সভাপতি শুক্কুর, সম্পাদক জাকির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ৪, ২০১৬
সভাপতি শুক্কুর, সম্পাদক জাকির

নারায়ণগঞ্জ: বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন চুন্নু নির্বাচিত হয়েছেন।

শনিবার (০৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকার করিমি মার্কেটে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন পদে নির্বাচিত ১৩ জন নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।

অন্য পদে নির্বাচিতরা হলেন- কার্যকরী সভাপতি মির্জা মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মীর নাসির আহমেদ ও শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিছির আহাম্মেদ খান, সহ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মীর হোসেন ও আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, দফতর সম্পাদক জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ রিয়াজ তালুকদার ও প্রচার সম্পাদক আবুল কালাম।

বিদায়ী সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহাম্মদ বাবুল। আরও উপস্থিত ছিলেন জাহাজি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, বিআইডব্লিউটি’র শ্রমিক নেতা গোলাম মোস্তফা প্রমুখ।

সম্মেলনে কাউন্সিলররা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অদক্ষতা ও অব্যবস্থাপনা এবং জলযান নির্মাণে দুর্নীতির অভিযোগ করেন। তারা পুরনো মালামাল দিয়ে নতুন জাহাজ নির্মাণ, ওয়ারেন্টি পিরিয়ডের আগেই জাহাজ অচল হয়ে পড়াসহ নানা অসঙ্গতির অভিযোগ করে সকল ধরনের দুর্নীতি বন্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।