ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেসরকারিখাত বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুন ৫, ২০১৬
বেসরকারিখাত বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়

ঢাকা: দেশের কর্মক্ষেত্রের ৮০ ভাগই বেসরকারি খাতের। সেজন্য বেসরকারি খাতকে বাদ দিয়ে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

রোববার (৫ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ইনক্লুসিভ বিজনেস’ শীর্ষ একটি অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এ কথা জানান। সকাল ১০টায় অনুষ্ঠানটির আয়োজন করে নেদারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা এসএনভি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ‍আ হ ম মুস্তফা কামাল বলেন, বেসরকারি খাত ছাড়া সরকার পাওয়ার লেস। দেশের উন্নয়ন করতে হলে বেসরকারি খাতের সংশ্লিষ্টতা অত্যন্ত জরুরি। কারণ দেশের কর্মক্ষেত্রের ৮০ ভাগ নির্ভর বেসরকারি খাতের ওপর। তাই দেশের উন্নয়নে বেসরকারি খাতের উদ্যোক্তারা কাজ করবেন বলে আশা করছি।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ২০ শতাংশ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। যেন ২০২১ সালের মধ্যে সবার কাছে কাজ থাকে। তাছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খাতে এগিয়ে যাওয়ার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ চলছে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে দেশের ৬টি খাতকে ‘ইনক্লুসিভ বিজনেস’র জন্য নির্বাচিত করা হয়েছে। এগুলো হলো-পোশাক শিল্পখাত, কৃষি ও খাদ্য খাত, স্বাস্থ্যখাত, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, অবকাঠামোগত উন্নয়ন  ও তথ্যপ্রযুক্তি খাত।

মূলত দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে স্বল্পমূল্যে গুণগত পণ্য সরবরাহ করার জন্যই ইনক্লুসিভ বিজনেস শুরু করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
ইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।