ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব আহরণ ও বিনিয়োগ বৃদ্ধিই মূল চ্যালেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুন ৮, ২০১৬
রাজস্ব আহরণ ও বিনিয়োগ বৃদ্ধিই মূল চ্যালেঞ্জ

ঢাকা: প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন, সব উন্নয়ন ব্যয় যথাযথভাবে বাস্তবায়ন এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিই মূল চ্যালেঞ্জ বলে মনে করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।

বুধবার (০৮ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বাজেট ২০১৬-১৭ এর উপর আইবিএফবির প্রতিক্রিয়া’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে থেকে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে আইবিএফবি সভাপতি হাফিজুর রহমান খান বলেন, বাজেটের আকার ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এটি আমাদের অর্থনৈতিক অগ্রগতির ও সক্ষমতার পরিচায়ক। সার্বিক দিক বিবেচনায় ৩ লক্ষ্য ৪০ হাজার ৬০৫ কোটি টাকা আকারের একটি বাজেট প্র্রস্তাব করার সক্ষমতা অর্জন করাও নিঃসন্দেহে একটি উৎসাহব্যঞ্জক ব্যাপার যার জন্য আইবিএফবি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

তিনি বলেন, গত ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পূর্ববর্তী বছরের বাজেটের তুলনায় যথাক্রমে ১২ দশমিক ৫৯ শতাংশ এবং ১৭ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ গড়তে ভবিষ্যতেও বাজেটের আকার বৃদ্ধির ক্রমবর্ধমান ধারা অব্যাহত রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে এবার প্রায় ৩৫ শতাংশের বেশি রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই লক্ষ্যমাত্রা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। অপরদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) সকল উন্নয়ন ব্যয় যথাযথভাবে বাস্তবায়ন এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিও একটি বড় চ্যালেঞ্জ।

হাফিজুর রহমান খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্রমবর্ধমান ধারা ধরে রাখার জন্য বেসরকারি বিনিয়োগ আরও বৃদ্ধি করতে হবে। এছাড়া ভবিষ্যতে জিডিপির প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নতি করার লক্ষ্যে মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করা উচিত।

সংবাদ সম্মেলন থেকে আইবিএফবির কিছু সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলোর অন্যতম হচ্ছে- প্যাকেজ ভ্যাটের পরিমাণ বৃদ্ধি করার ফলে ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে। তাই আগামী অর্থবছরে বিদ্যমান ভ্যাট ব্যবস্থা অব্যাহত রাখা, রপ্তানি মূল্যের উপর উৎসে কর প্রস্তাবিত ১.৫০ শতাংশ থেকে কমিয়ে আনা, ভ্যাটের পরিবর্তে আয়করের মতো প্রত্যক্ষ করা আদায় বাড়ানোর ব্যপারে জোর দেওয়া, বাজার অর্থনীতিতে পুঁজিবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পুঁজিবাজারে আস্থার সংকট দূর করতে এবং সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে আইবিএফবি।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন আইবিএফবির পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেন, এ কে চৌধুরী, এম এস সিদ্দিকী, মজিবুর রহমান, ড. মোহাম্মদ আব্দুল মজিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এইচআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।