ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুন ৯, ২০১৬
কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ

ঢাকা: কারসাজি করে পণ্যের দাম বাড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (০৯ জুন) সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে রমজানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, ব্যবসায়ী‌দের সঙ্গে ভালো সম্পর্ক রাখ‌তে চাই। তবে কৃ‌ত্রিম সংকট তৈ‌রি ক‌রে প‌ণ্যের দাম বাড়া‌নোর চেষ্টা কর‌লে ক‌ঠিন পদ‌ক্ষেপ গ্রহণ করা হ‌বে।

তিনি বলেন, যারা উৎপাদন করে এবং যারা বিক্রি করে তাদের কাছ থেকে কিনে অনেক অসাধু ব্যবসায়ী বাজারে ছাড়ে না। তারা বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি করে। এ রকম কারসাজির সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিবো।

আরও পড়ুন- ‘অতিরিক্ত মুনাফা করলে অবস্থা হবে মীর গ্রুপের মতো’

চা‌হিদার তুলনায় বাজা‌রে পণ্য সরবরাহ স্বাভা‌বিক র‌য়ে‌ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের দাম স্বাভাবিক আছে এবং তা স্বাভাবিক থাকবে। গত দুই বছরও স্বাভাবিক ছিলো। এবারো স্বাভবিক থাকবে।

সংয‌মের মা‌সে ব্যবসায়ী‌দের সংযমী হওয়ারও আহ্বান জানান বা‌ণিজ্যমন্ত্রী।  

বাংলা‌দেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এমআইএইচ/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।