ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘পোশাক খাতকে ছাড়িয়ে যাবে চামড়া শিল্প’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুন ৯, ২০১৬
‘পোশাক খাতকে ছাড়িয়ে যাবে চামড়া শিল্প’

ঢাকা: পণ্যের যথাযথ মান নিশ্চিত করতে পারলে রফতানিতে চামড়া খাত পোশাক খাতকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার (৯ জুন) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (ডিসিসিআই) ‘সরকার ও নিয়ন্ত্রকদের নীতি নির্ধারণে সহায়তার ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন একটি বৈশ্বিক হাতিয়ার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, এতদিন বিদেশি ক্রেতারা পরিবেশ দূষণ এবং যথাযথ মানের অভাবে আমাদের চামড়া কিনতে চাইতো না। বিদেশি ক্রেতাদের দেশে আনতে সাভারে চামড়া শিল্প স্থানান্তর করা হচ্ছে। এর ফলে পরিবেশ দূষণ দূর হবে এবং পণ্যের মান নিশ্চিত করা যাবে।

আমির হোসেন আমু বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে রফতানি বাড়াতে হবে। আর এজন্য মান-সম্পন্ন পণ্যের বিকল্প নেই। রফতানি বাড়াতে সরকার চারটি খাতকে গুরুত্ব দিচ্ছে। তা হলে- মৎস্য, পাট, চা ও চামড়া।
 
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, রফতানিতে বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে পোশাক খাত। আগামীতে রফতানিতে শীর্ষে অবস্থান করবে এই খাতটি।
 
বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিক থাকতে পণ্যের গুণগত মান নিশ্চিত করার বিকল্প নেই মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, অ্যাক্রোডিটেশন বাংলাদেশের জন্য অপেক্ষাকৃত নতুন ধারণা। অ্যাক্রোডিটেশন হচ্ছে, তৃতীয় পক্ষের মাধ্যমে গুণগত মান সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার একটা বিশ্ব স্বীকৃত পন্থা।
 
আমু বলেন, বিশ্ব বাণিজ্যে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটাতে শুধুমাত্র অ্যাক্রোডিটেশন সনদ দেওয়ার যোগ্যতা অর্জনই যথেষ্ট নয়, এর পাশাপাশি ইস্যুকৃত মান সনদের বিষয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আস্থা ধরে রাখা প্রয়োজন। এ লক্ষ্যে বেসরকারি-সরকারি উদ্যোগে অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি স্থাপন, মান সনদ প্রদানকারী গবেষণাগারের গুণগতমানের বিষয়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।
 
পণ্যের গুণগত মান নিশ্চিত করায় এ পর্যন্ত মোট ৪৭টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়েছে অ্যাক্রেডিটেশন বোর্ড।   যার মধ্যে অনুষ্ঠানে কিউটেক্স সলিউশন লিমিটেডসহ পাঁচটি প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ দেওয়া হয়েছে।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হোসেন খালেদ। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন এমন একটি টুলস যা শুধুমাত্র পণ্যের মান উন্নয়নে ব্যবহৃত হয় না। এটি সরকারের আইন প্রণয়ন, পরিবেশ সুরক্ষা, জন নিরাপত্তা, প্রতারণা প্রতিরোধ, ন্যায্য বাজার, জন-সাধারণের আস্থা স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে নীতি নির্ধারণ, মূল্যায়ন এবং ব্যবহার উৎসাহিত করে ব্যবসায় উৎপাদনশীলতা, কর্মক্ষমতা উন্নয়নে সহায়ক ভূমিকা হিসেবে পালন করে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক আবু আব্দুল্লাহ, পরিচালক ডেভিড পল খন্দকার স্বপন ও অধ্যাপক ড. আলতাফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এমএফআই/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।