ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জব্দ বিলাসবহুল মার্সিডিজ

সাদা রঙকে নীল করেও রক্ষা হয়নি!

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
সাদা রঙকে নীল করেও রক্ষা হয়নি!

ঢাকা: সিসি কম দেখিয়ে দেওয়া হয়েছে শুল্ক ফাঁকি। বাঁচতে সরিয়ে ফেলা হয়েছে নম্বরপ্লেট।

সাদা রঙের বিলাসবহুল মার্সিডিজ গাড়ি পরিণত করা হয়েছে নীল রঙে।
 
শুল্ক গোয়েন্দা থেকে বাঁচতে মেরামতের নাম করে ফেলে রাখা হয়েছে গ্যারেজে। এতো ছল-চাতুরির পরও শেষ রক্ষা হয়নি। অবশেষে গ্যারেজ থেকেই জব্দ হল সেই বিলাসবহুল মার্সিডিজ কারটি।
 
শুল্ক ফাঁকি দেওয়া নীল রঙের মার্সিডিজ কার ৩৫৩-এএমজি-এফ কারটি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
 
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুন) সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলীর এ ওয়ান অটো মোটরস থেকে সেটি জব্দ করা হয়েছে।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে জানান, কারটির গায়ে ‘সি ২০০’ মডেল লেখা রয়েছে। এ মডেল অনুযায়ী কারটি ২০০০ সিসির। তবে অনুসন্ধানে জানা গেছে, এটি ‘এ৬৩ এএমজি এস’ মডেলের। মডেল অনুযায়ী সিসি ৪০০০ সিসির কার। শুল্ক ফাঁকি দিতে ২ হাজার সিসি দেখিয়ে কারটি আমদানি করা হয়েছে। কারটির মূল্য শুল্কসহ প্রায় দুই কোটি টাকা।

কারটির ভেতরে ও বাইরে সাদা রঙের হলেও সম্প্রতি বাইরে নীল রঙ করা হয়েছে। দরজা ও ভেতরে এখনো সাদা রয়েছে।

ধারণা করা হচ্ছে, নম্বরপ্লেট বিহীন কারটি ২০১৫ সালের মডেলের। সাম্প্রতিক সময়ে শুল্ক গোয়েন্দার বিশেষ অভিযানের খবরে গ্যারেজে রেখে গেছেন এর মালিক।

গ্যারেজ কর্তৃপক্ষ বলছে, দেড় থেকে দু’মাসের মধ্যে মেরামতের নাম করে গাড়িটি রেখে গেছেন। এরপর আর কেউ আসেননি।

ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ দিনের মধ্যে কারটি গ্যারেজে রেখে গেছেন। গ্যারেজ কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে প্রকৃত মালিককে খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

রোববার (১২ জুন) বারিধারার স্বদেশ মোটরস থেকে পরিত্যক্ত অবস্থায় সিডান অডিএ ৫, মাসিডিজ ই ২৪০, মাসিডিজ এমএল ৩৫০ ও বিএমডব্লিউ এক্স ৫ জিপ জব্দ করে শুল্ক গোয়েন্দা।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।