ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফতুল্লায় দু’টি গার্মেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
ফতুল্লায় দু’টি গার্মেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল শিল্পাঞ্চলে ক্যাডটেক্স গার্মেন্ট লিমিটেড ও আবির ফ্যাশন নামে দু’টি রফতানিমুখী গার্মেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।  

একটি গার্মেন্টের বন্ধের নোটিশ পবিত্র ঈদুল ফিতরের আগের দিন সাটানো হলেও অপর গার্মেন্টটির ছুটির নোটিশ সাটানো হয়েছে সোমবার (১১ জুলাই) রাতে।

 

ঈদুল ফিতরের ছুটি শেষে যেখানে কর্মস্থলে যোগ দেওয়ার কথা সেখানে অত্যন্ত কষ্ট করে অর্থ ব্যয় করে কাজে যোগ দিতে এসে গার্মেন্ট বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শ্রমিকরা। এ ঘটনায় ওই গার্মেন্ট দু’টির শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  

মঙ্গলবার (১২ জুলাই) বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করবেন বলে জানা গেছে। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই এ কারখানা দুটি বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।  

 বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।