এর আগে রোববার (১ জানুয়ারি) সকালে বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটনের পণ্য ও দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে ওয়ালটনের অগ্রগতি দেখে অভিভূত হন প্রধানমন্ত্রী।
প্যাভিলিয়নে উপস্থিত ওয়ালটনের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, উপমহাদেশে একমাত্র ওয়ালটনই সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চমানের কম্প্রেসার তৈরি করতে যাচ্ছে। বিষয়টি জেনে ওয়ালটনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ হাতে নিয়ে দেখেন ও এ খাতের দ্রুত বিকাশে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম শামসুল আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এসএম রেজাউল আলম ও তাহমিনা আফরোজ, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) সহ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
পিআর/জেডএস