ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গৃহিণীদের ভিড় দিল্লি অ্যালুমিনিয়ামে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
গৃহিণীদের ভিড় দিল্লি অ্যালুমিনিয়ামে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দিল্লি অ্যালুমিনিয়াম

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিক্রিতে ধুম পড়েছে দিল্লি অ্যালুমিনিয়ামে। গৃহিণীদের পছন্দের তালিকায় রয়েছে দিল্লি অ্যালুমিনিয়ামের ব্যবহার সামগ্রী। ঘর সাজাতে কিংবা নিত্যদিনের ব্যবহারের জন্য দিল্লি অ্যালুমিনিয়ামে পাওয়া যাচ্ছে প্রায় ৬০ রকমের আইটেম।

সংসার সাজাতে প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী রয়েছে স্টলটিতে। বাহারি ডিজাইন আর চোখ ধাঁধানো বিভিন্ন চকচকে রংয়ের সব আসবাবপত্রই রয়েছে এখানে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বাণিজ্যমেলা ঘুরে দেখা যায়, দিল্লি অ্যালুমিনিয়াম থেকে নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য আসবাবপত্র কিনে নিয়ে যাচ্ছেন গৃহবধূ ফারজানা আখতার।
দিল্লি অ্যালুমিনিয়ামের আসবাবপত্রস্টলটি সম্পর্কে ফারজানা আখতার বাংলানিউজকে জানান,‘ঘর সাজাতে দিল্লি অ্যালুমিনিয়ামের আসবাবপত্র খুবই ভালো। সুন্দর নকশা আর চকচকে রংয়ের এসব আসবাবপত্র সাজিয়ে রাখতেই বেশি ভালো লাগে। দুই বছর আগে থেকেই দিল্লি অ্যালুমিনিয়ামের পণ্য ব্যবহার করেন তিনি।

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) মো. ইয়াছিন গণি চৌধুরী বলেন, ‘দিল্লি অ্যালুমিনিয়ামে কোনো ভেজাল মিক্সার পাবেন না। আমাদের প্রতিটি প্রোডাক্টে শতভাগ অ্যালুমিনিয়াম পাবেন। কোনো প্রোডাক্টের রং নষ্ট হবে না। শুধু তাই নয়, ৫ বছর পরে এসেও কেউ অভিযোগ করলে আমরা তাকে রিটার্ন প্রোডাক্ট দিচ্ছি। ‌’
দিল্লি অ্যালুমিনিয়ামের আসবাবপত্রএকশ টাকা থেকে শুরু করে ১৬ হাজার টাকার প্রোডাক্ট রয়েছে এখানে। সাইজ অনুযায়ী ননস্টিক ফ্রাই প্যান ৪৫০ টাকা থেকে শুরু করে ৭’শ টাকা পর্যন্ত রয়েছে। এছাড়া ফ্রাই প্যান ৩৫০-৮৫০ টাকা, সসপ্যান-৮৫০ টাকা, টিফিন ক্যারিয়ার, প্লেট, কলসি, জগ, চামচ, আয়রন মেশিন, রুটি মেকার, কিচেন ৠাগসহ ৬০ রকমের আইটেম রয়েছে স্টলটিতে।

শুধু অ্যালুমিনিয়াম নয় স্টিল বা প্ল্যাস্টিকের পণ্যেও রয়েছে এখানে। মেলার ১ নম্বর গেট দিয়ে ঢুকতেই প্রথম স্টলটিই দিল্লি অ্যালুমিনিয়ামের।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসএম/ওএইচ/আরআই

**
বাণিজ্যমেলায় অলিম্পিকের ‘বিসকোনো চকো’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।