ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরও ১১ পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরও ১১ পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক

ঢাকা: আরও ১১টি কৃষিপণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী মোট ১৭টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হলো।

নতুন ১১টি কৃষিপণ্য হলো- মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া। গত ১৮ জানুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর ছয়টি পণ্য- ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। ২০১০ সালে পণ্যের মোড়কীকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রণয়ন করে সরকার। আইনে সরকারি-বেসরকারি খাতের ২০ কেজির চেয়ে বেশি ওজনের পণ্যের মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান এ আইন কেউ অমান্য করলে অনূর্ধ্ব এক বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আর একই অপরাধ করলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয় আইনে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এমআইএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।