ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মালয়েশিয়ায় বেক্সিমকো ফার্মার কার্যক্রম শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
মালয়েশিয়ায় বেক্সিমকো ফার্মার কার্যক্রম শুরু

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা মালয়েশিয়ার বায়োকেয়ার ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড এর সঙ্গে অংশীদারভিত্তিক যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে। 

দেশের বাইরে এটিই বেক্সিমকো ফার্মার প্রথম ম্যানুফ্যাকচারিং কোলাবোরেশন বা সহযোগিতামূলক উদ্যোগ।

জয়েন্ট ভেনচারের আওতায় বেক্সিমকো ফার্মা মালয়েশিয়ার সেরি ইস্কান্দার ফার্মাসিউটিক্যাল পার্কে অত্যাধুনিক কারখানা গড়ে তুলতে প্রয়োজনীয় সব কারিগরি সহায়তা প্রদান করবে, যার বিনিময়ে যৌথ উদ্যোগের ৩০ শতাংশ মালিকানা লাভ করবে বেক্সিমকো ফার্মা।

 কারখানা স্থাপন ও পরিচালনার সব ব্যয় বহন করবে বায়োকেয়ার।

উদ্যোগের প্রথম পর্যায়ে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন মিটার ডোজ ইনহেলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যা ইতিমধ্যে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সনদ লাভ করেছে।

জয়েন্ট ভেনচার উদ্যোগে প্রতিষ্ঠিত প্ল্যান্ট থেকে উৎপাদিত ওষুধ ২০১৭ সালের মধ্যেই বাজারজাত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।  

যৌথ এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মালয়েশিয়া সরকারের ইকোনোমিক ট্রান্সফরমেশন প্রোগ্রামের আওতায় ইনহেলারসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ সম্ভব হবে। এর আওতায় মালয়েশিয়া সরকার স্থানীয়ভাবে বিশেষায়িত ওষুধ উৎপাদনের লক্ষ্যে প্ল্যান্ট স্থাপনে অধিকতর বিনিয়োগ, মানসম্পন্ন ওষুধের পর্যাপ্ত উৎপাদন এবং সরকারিভাবে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে স্থানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে থাকে।

বায়োকেয়ার ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের মূল অংশীদারত্বে রয়েছে বায়োকেয়ার গ্রুপ যা বিভিন্ন শ্রেণীর ওষুধ বিপণনের মাধ্যমে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।

এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন, ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের ক্ষেত্রে দেশের বাইরে এটিই আমাদের প্রথম কোলাবরেশন। আমার বিশ্বাস বায়োকেয়ার এবং বেক্সিমকোর এই যৌথ প্রয়াস ওষুধের চাহিদা পূরণের পাশাপাশি মালয়েশিয়ার ওষুধ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। এই উদ্যোগের মাধ্যমে জেনেরিক ওষুধ প্রস্তুতকারক হিসেবে বেক্সিমকো ফার্মা আন্তর্জাতিক বাজারে তার অবস্থান আরো সুদৃঢ় করবে বলে দৃঢ় প্রত্যাশা।   

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।