ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

থ্রি এম ব্র্যান্ডের উইন্ডো ফিল্ম এনেছে ইস্ট কোস্ট গ্রুপ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
থ্রি এম ব্র্যান্ডের উইন্ডো ফিল্ম এনেছে ইস্ট কোস্ট গ্রুপ থ্রি এম ব্র্যান্ডের উইন্ডো ফিল্ম সেফটি অ্যান্ড সিকিউরিটি পরীক্ষা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কাঁচের দেয়াল বা বিল্ডিংয়ের জন্য বাংলাদেশের বাজারে থ্রি এম ব্র্যান্ডের উইন্ডো ফিল্ম এনেছে ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট কোস্ট ডিস্ট্রিবিউশন লিমিটেড।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত সেমিনারে উইন্ডো ফিল্ম বাজারজাতকরণ ও এ ফিল্মের খরচ, কাঁচের দেয়ালের সুরক্ষা, নিরাপত্তা এবং টেকসই করার উপায় নিয়ে আলোচনা করা হয়।

প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, থ্রি এম উইন্ডো ফিল্ম এ অবকাঠামোগুলোকে নিরাপদ ও টেকসই করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

সেফটি অ্যান্ড সিকিউরিটি ফিল্ম কাঁচ ভেঙে যাওয়া রোধ করে। ফলে দুর্ঘটনার সময় কাঁচের আঘাতজনিত হতাহতের সম্ভাবনা কমে, বোম ব্লাস্টের ক্ষতি কমায়, কাঁচের সঙ্গে সংযুক্ত থাকায় অন্যান্য সম্পদও কম ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আঁচড় প্রতিরোধক হিসেবে কাজ করে, অতিমাত্রায় টেকসই এবং অতি বেগুনি রশ্মি প্রতিরোধক হিসেবে কাজ করে।

সান কন্ট্রোল (সোলার) ফিল্ম গরমের সময় ভেতরে তাপ ও শীতাতপজনিত খরচ কমায়, আসবাবপত্রের ফ্যাব্রিক ও কার্পেটের মেয়াদকাল বাড়ায়। এটি চোখের জন্য আরামদায়ক, উড়ন্ত কাঁচের কারণে সৃষ্ট দুর্ঘটনা কমায় ও অভ্যন্তরীণ আসবাবপত্রের রঙ ঠিক রাখে।

অটো ফিল্ম ৯৯ শতাংশ পর্যন্ত অতি বেগুনি রশ্মি রোধ, অতিমাত্রার তাপ থেকে, গোপনীয়তা ও ব্যক্তিগত সম্পদ রক্ষা করে এবং এটি মোবাইল জিপিএস সেবায় কোনো ধরনের বাধার সৃষ্টি করে না।

ইস্ট কোস্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম, রিনিউয়েবল অ্যানার্জি ডিভিশনের ম্যানেজার জিরাওয়ান তেরামুঙক্যালানন ও অ্যানার্জি স্পেশালিস্ট ইউসুফ বি কাসিম উদ্বোধনী সেমিনারে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।