ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
প্রাইম ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত প্রাইম ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা: প্রাইম ব্যাংকের উদ্যোগে ম্যানেজার ও ম্যানেজার অপারেশন্স পদের ব্যাংক কর্মকর্তাদের জন্য ‘লিডিং সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী।

এ সময় তিনি সার্ভিস কোয়ালিটি বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মশালা অব্যাহত রাখার পরামর্শ দেন।

কর্মশালাটি পরিচালনা করেন এক্সিকিউটিভ টিম লিডারশিপ ক্যাটালিস্ট ও কোচ রঞ্জন ডি সিলভা।
 
অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রব্বানী, রাহেল আহমেদ, মো. তৌহিদুল আলম খান, এসইভিপি ও কোম্পানি সচিব মোহাম্মদ এহসান হাবীব এবং মানব সম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি জিয়াউর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসই/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।