ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জানুয়ারি মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫.১৫ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
জানুয়ারি মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫.১৫ শতাংশ

ঢাকা: চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ১৫ শতাংশে, যা ডিসেম্বর মাসে ছিলো ৫ দশমিক শূন্য তিন শতাংশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) শেরে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জানুয়ারি মাসে চালের দাম একটু বাড়ার কারণে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে।

সাধারণত বছরের শুরুতে মাসে মূল্যস্ফীতি একটু বেড়ে থাকে। কারণ এ মাসে শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হয়। স্কুলের উপকরণ কেনায় ব্যয় বেড়ে যায়।

বাংলাদেশ পরিসংখ্যন ব্যুরোর মাসিক ভোক্তা মূল্য স‍ূচকে দেখা যায়, চলতি বছরের সারাদেশে সাধারণ মূল্যস্ফীতির হার  ৫ দশমিক ১৫ শতাংশ। জানুয়ারি মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশে। যা ডিসেম্বরে ছিলো ৫ দশমিক ৩৮ শতাংশ।

খাদ্য বর্হিভূর্ত পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশে। যা ডিসেম্বেরে ছিলো ৪ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া গ্রাম পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৯২ শতাংশ। শহরে ৫ দশমিক ৫৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭/আপডেট: ১৬৪৩
এমসি/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।