ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুই মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
দুই মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়া: যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। কারখানার ত্রুটি মেরামত শেষ হওয়ার পর বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে সার উৎপাদন শুরু হয়।

কারখানার উৎপাদন প্রায় ৫৪ দিন বন্ধ থাকায় প্রতিদিন ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। যার দাম প্রায় এক কোটি ৬৮ লাখ টাকা।

কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি বাংলানিউজকে জানান, গত বছরের ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেল কম্প্রেসারের ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি মেরামত ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে প্রায় ৫৪ দিন পর কারখানা সচল করতে সক্ষম হন।

তিনি আরো জানান, ত্রুটির কারণে ইউরিয়া উৎপাদন ব্যাহত হলেও কারখানায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকায় কমান্ড এরিয়া ভুক্ত সাত জেলায় সার সংকটের কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।