ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রংপুরে মেটাল ইন্ডাস্ট্রিজের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
রংপুরে মেটাল ইন্ডাস্ট্রিজের সম্মেলন অনুষ্ঠিত মেটাল ইন্ডাস্ট্রিজের সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য গ্যাস স্টোভ, ওয়াটার পাম্প, ওয়িং স্কেল, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, হার্ডওয়্যার টুলস, টায়ার, বিয়ারিং, কিচেন সিঙ্কসহ বিভিন্ন পণ্য পরিবেশনের সংশ্লিষ্ট পরিবেশকদের সঙ্গে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিগঞ্জের আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে কোম্পানির দুই হাজারেরও বেশি পরিবেশক অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিজনেজ ইউনিটের প্রধান তাকবির রহমান, জিএম (মার্কেটিং) চৌধুরী ফজলে আকবার, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নাজমুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রোববার (১২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।