ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘দেশের উন্নয়ন ব্যাহত করার অপকৌশল ব্যর্থ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
‘দেশের উন্নয়ন ব্যাহত করার অপকৌশল ব্যর্থ’

ঢাকা: পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণ না হওয়ায় মাধ্যমে দেশের উন্নয়ন ব্যাহত করতে ষড়যন্ত্রকারীদের সব অপকৌশল ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইল চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ এক বিবৃতিতে এ কথা বলেন।
 
এতে বলা হয়, ঘুষ-দুর্নীতির ষড়যন্ত্রের যে অভিযোগ তুলে বাংলাদেশের কপালে কলঙ্ক লাগিয়ে পদ্মাসেতু প্রকল্পের ঋণ চুক্তি বাতিল করেছিল বিশ্বব্যাংক, সে অভিযোগ কেবলই গালগল্প।

ওই অভিযোগ উত্থাপনের ছয় বছরের মাথায় অবশেষে কানাডার আদালত থেকে বাংলাদেশের কারও দুর্নীতিতে জড়িত না থাকার রায় এসেছে।
 
‘এতে দীর্ঘদিন পরে হলেও সংগ্রামী ও মুক্তিকামী মানুষের নেতা ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপকৌশল ব্যর্থ হয়েছে। ’
 
২০১১ সালে বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির যড়যন্ত্রের অভিযোগ করেছিল। এমনকি তখনকার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সেতু বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞাকে অভিযুক্ত করে অর্থায়ন থেকেও সরে যায় বিশ্বব্যাংক।
 
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।