ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেলপথে প্রথম বেনাপোলে এলো ২৪৭৮ মেট্রিক টন কাঁচা তুলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
রেলপথে প্রথম বেনাপোলে এলো ২৪৭৮ মেট্রিক টন কাঁচা তুলা রেলপথে প্রথম বেনাপোলে এলো ২৪৭৮ মেট্রিক টন কাঁচা তুলা-ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভারত থেকে আমদানি করা ২ হাজার ৪৭৮ মেট্রিক টন কাঁচা তুলা প্রথমবারের মতো রেলপথে বাংলাদেশে এসেছে।

নারায়ণগঞ্জ ও নরসিংদীর দু’টি প্রতিষ্ঠানের নামে আসা এই কাঁচা তুলা রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে খালাসের প্রক্রিয়া শুরু করে কাস্টমস কর্তৃপক্ষ।

এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৪২টি বগি বোঝাই তুলা নিয়ে ভারত থেকে ট্রেনটি বেনাপোলে এসে পৌঁছায়।

রেলওয়ের বেনাপোল স্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানান, এখানে আমদানি পণ্য খালাসের (আনলোড) সুব্যবস্থা না থাকায় যশোরে খালাস করতে হবে। সেখান থেকে আমদানিকারকরা কাঁচা তুলা তাদের গন্তব্যে নিয়ে যাবেন।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক জানান, রেলপথে আমদানি-রফতানি গতিশীল করতে হলে বেনাপোল বন্দরে অবকাঠামো উন্নয়ন করতে হবে।

এর আগে রেলপথে ভারত থেকে বেনাপোলে মাসে দু’একটি শুধুমাত্র সারের চালান এসেছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।