ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৪ উপজেলায় সোমবার ব্যাংক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
১৪ উপজেলায় সোমবার ব্যাংক বন্ধ

ঢাকা: চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে দেশের ১৪টি উপজেলা ও একটি পৌরসভায় সোমবার (০৬ মার্চ) ব্যাংক বন্ধ থাকবে। 

রোববার (০৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।  

এতে বলা হয়েছে, ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভায় সাধারণ ছুটি ও তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
 
যেসব উপজেলায় ব্যাংক বন্ধ থাকবে- সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং পাবনার সুজানগর ও ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
একইসঙ্গে বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালি, কুমিল্লার আদর্শ সদর, নাটোরের বরাইগ্রাম ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়ও চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।  

এছাড়া নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।  

পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ও তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে বলে বাংলাদেশ ব্যাংক আকেটি প্রজ্ঞাপন জারি করেছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।