ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতের অনুদানে ১২শ’ বালিকার জন্য হচ্ছে স্কুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ভারতের অনুদানে ১২শ’ বালিকার জন্য হচ্ছে স্কুল ভারতের অনুদানে ১২শ’ বালিকার জন্য হচ্ছে স্কুল

ঢাকা: এক হাজার ২০০ বালিকার শিক্ষার পরিবেশ তৈরি করতে নারী দিবসে ১২ কোটি ৮ লাখ টাকা অনুদান দিলো ভারত। ‘কন্সট্রাকশন অব খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল ইন খুলনা সিটি করপোরেশন এরিয়া’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুদান দিয়েছে তারা। 

বুধবার (৮ মার্চ) বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে একটি এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে চুক্তিটি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম, ভারত সরকারের পক্ষে হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং সংশ্লিষ্ট খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুদানে প্রাপ্ত অর্থ খুলনা সিটি করপোরেশনের খালিশপুরে পাঁচতলা বিশিষ্ট আধুনিক গার্লস স্কুল নির্মাণে ব্যয় হবে। এ স্কুলে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে এক হাজার ২০০ বালিকা। তবে চুক্তি সম্পন্ন হওয়ার আগে ২০১৬ সাল থেকেই ১১ হাজার ২০০ স্কয়ার ফিট এলাকাজুড়ে স্কুল ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। শেষও হয়ে যাবে চলতি বছরের মধ্যেই। বুধবার চুক্তির মাধ্যমে অনুদানের টাকা ছাড় করলো ভারত।
 
চুক্তির পর আশাবাদ ব্যক্ত করা হয়, ভারত সরকারের এ অনুদান সহায়তা বাংলাদেশের আর্থ-সামাজিক অবকাঠামোখাতে স্বল্প মেয়াদী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে, যা দু’দেশের উন্নয়ন অংশীদারিত্বমূলক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধিতে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।