ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশি কোম্পানিতে দীর্ঘমেয়াদি ঋণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বিদেশি কোম্পানিতে দীর্ঘমেয়াদি ঋণ

ঢাকা: দেশে কার্যরত বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলোকে বন্ড ও কমার্শিয়াল পেপার ইস্যু করে স্থানীয় বাজার থেকে দীর্ঘমেয়াদে টাকায় তহবিল সংগ্রহের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক লেনদেনে নিয়োজিত সব অথরাইজড ডিলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
 
এতে বলা হয়েছে, এখন থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে তারা এ বন্ড ইস্যু করতে পারবে।

দেশের যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান এ বন্ডে বিনিয়োগ করতে পারবেন।
 
২০১৪ সালের মার্চে বাংলাদেশ ব্যাংক দেশের উৎপাদন ও সেবাখাতের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোকে মেয়াদি ঋণ নেওয়ার সুযোগ করে দেয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব বিদেশি প্রতিষ্ঠান ৩ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে তারাই এ ঋণ নেওয়ার সুযোগ পাবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশীয় মুদ্রায় ঋণ পাওয়ার ক্ষেত্রে দেশের ব্যাংক ব্যবস্থার ওপর বিদেশি কোম্পানির নির্ভরশীলতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের ২৩ মার্চ বিদেশি প্রতিষ্ঠানগুলোকে টাকায় চলতি মূলধন সংগ্রহে (তহবিল) কমার্শিয়াল পেপার ইস্যুর ক্ষমতা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান গাইডলাইন অনুযায়ী তারা এ কমার্শিয়াল পেপার ইস্যু করতে পারবে।  
 
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।