ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেট্রোরেল প্রকল্পের ৩ চুক্তি সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, মে ৩, ২০১৭
মেট্রোরেল প্রকল্পের ৩ চুক্তি সই মেট্রোরেল প্রকল্পের ৩ চুক্তি সই- ছবি: কাশেম হারুন

ঢাকা: ‘ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬’ নির্মাণে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের একটি কোম্পানি সঙ্গে যৌথভাবে ইতালিয়‍ান দু’টির কোম্পানির এ চুক্তি (সিপি-২, সিপি-৩‍ ও সিপি-৪) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ মে) সকাল ১১টায় রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি মোফাজ্জেল হোসেন ও ইটালিয়ান দুই কোম্পানির পক্ষ থেকে তোয়াত চাই সুথিপ রাপা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

চুক্তি সূত্রে জানা যায়, প্যাকেজ-২ এর আওতায় মেট্রোরেলের ডিপো এলাকায় পূর্ত কাজ সম্পাদন করা হবে। ভ্যাট ও ট্যাক্সসহ এ প্যাকেজ-২  চুক্তির মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ১ হাজার ৫৯৬ কোটি টাকা। এছাড়া প্যাকেজ-২ চুক্তির আওতায় নির্মাণ করা হবে স্ট্যাবলিং ইয়ার্ড, ট্রেন মেরামত ও ওভারহলের মালামালের গুদামঘর, ট্রেন মেরামত ও ওভারহল স্থান, প্রধান ওয়ার্কশপ, অপারেশন কন্ট্রোল সেন্টার, ট্রেন ইন্সপেকশন, জেনারেটর এবং ইলেকট্রিক্যাল ভবন, ট্রেন ওয়াশ স্থাপনা, ম্যানুয়াল ট্রেন ওয়াশিং, বহুতল কার পার্কিং ও গ্রিন স্পেস।

প্যাকেজ-৩ ও প্যাকেজ-৪ এর আওতায় উত্তরা নর্থ থেকে আগারগাঁও পর্যন্ত ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণ করা হবে। ভ্যাট ও ট্যাক্সসহ এ প্যাকেজ-৩ ও ৪ চুক্তির মূল্য নির্ধারিত হয়েছে ৪ হাজার ২৩০ কোটি ৫৫ লাখ টাকা। এছাড়া এই প্যাকেজ দু’টির আওতায় প্রায় ১২ কিলোমিটার ভায়াডাক্ট ও ৯টি স্টেশন নির্মাণ করা হবে।

চুক্তি অনুষ্ঠান শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এক মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব না। তার পরেও শেষ পর্যন্ত লড়াই করব।

পরিবহন খাতে সিদ্ধান্ত নিতে সরকারের ওপর চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি তো কোনো চাপের কাছে নতি স্বীকার করিনি। যখন কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয় দেখা যায় মালিক পক্ষ গাড়িগুলো রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যায়। আবার যখন আমরা সিদ্ধান্ত কিছুটা শীতল করি, তারা আবার রাস্তায় গাড়ি নামায়। বিকল্প পরিবহন কম থাকার কারণেই তারা এমনটি করতে পারে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মে ০৩, ২০১৭/আপডেট সময়: ১৩৩১ ঘণ্টা
এমএ/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।