ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মে ১৩, ২০১৭
প্রাইম ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ

ঢাকা: প্রবাসী রেমিট্যান্স আহরণে বিশেষ অবদানের জন্য সম্প্রতি রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৭ লাভ করেছে প্রাইম ব্যাংক।

সম্প্রতি রাজধানীর এক হোটেলে আয়োজিত ’ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৭’ অনুষ্ঠানে সেন্টার ফর এনআরবি’র পক্ষে পদকটি তুলে দেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
 
প্রাইম ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান পদকটি গ্রহণ করেন।


 
সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস শেকিল চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি, আইজিপি এ কে এম শহীদুল হক, সশস্ত্র বাহিনীর পিএসও লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু হেনা মোহা. রাজী হাসান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সায়িদ বিন হাযর আল শাহী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে: ১৩, ২০১৭
এসই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।