ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই নির্বাচনের ভোটগ্রহণ রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এফবিসিসিআই নির্বাচনের ভোটগ্রহণ রোববার

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদে নির্বাচনের ভোট গ্রহণ রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

নির্বাচন বোর্ডের তথ্য অনুযায়ী (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।  
 
রোববার অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’টি প্যানেল।

একটি গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদ যার গ্রুপ লিডার হিসেবে রয়েছেন এফবিসিসিআইয়ের সহ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। অপরটি গণতান্ত্রিক ঐক্য ফোরামের গ্রুপ লিডার হিসেবে রয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন।  
 
ইতোমধ্যে সরকার সমর্থিত গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের উপর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক ঐক্য ফোরামের প্রার্থীদের কাছ থেকে।  
 
নির্বাচন বোর্ড জানায়, আসন্ন নির্বাচনে ৬০টি পরিচালক পদের মধ্যে চেম্বার গ্রুপ ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সমানভাবে ২৪ জন মনোনীত হয়ে আসবেন। বাকি ৩৬ পরিচালক পদের বিপরীতে সর্বমোট ৭৭টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে অ্যাসোসিয়েশন থেকে ৪২ জন এবং চেম্বার থেকে ৩৫ জন। চেম্বার থেকে যে ৩৫ জন মনোনয়ন জমা দিয়েছেন তার মধ্যে নির্বাচনের আগে ১৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যার ফলে ১৮টি পদের বিপরীতে ১৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসবেন।
 
এছাড়া, অ্যাসোসিয়েশন থেকে ৪২ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্য থেকে ঋণ খেলাফি হওয়ায় ১ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করে নির্বাচন বোর্ড। বাকী ৪১ জনের মধ্য থেকে ৫ জন স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা ‍গেছে, আগামীকালের এ নির্বাচনে শুধুমাত্র  অ্যাসোসিয়েশনের ১৮টি পরিচালক পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ১৮টি পদের বিপরীতে লড়বেন ৩৬ জন প্রার্থী।
 
নির্বাচন পরবর্তী চেম্বার ও অ্যাসোসিয়েশনের ৩৬ জন প্রতিনিধি এবং মনোনীত হয়ে আসা ২৪ জন প্রতিনিধিদের নিয়ে আগামী ১৬ মে সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করা হবে।
 
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।