ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সানলাইফসহ তিন কোম্পানির এমডি সোলায়মান হোসেন !

মাহফুজুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, মে ১৪, ২০১৭
সানলাইফসহ তিন কোম্পানির এমডি সোলায়মান হোসেন !

ঢাকা: আইনের কোনো তোয়াক্কা না করে একসঙ্গে তিন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)পদে বহাল রয়েছেন এম সোলায়মান হোসেন। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্তি, বাণিজ্য মন্ত্রালয়াধীন ব্যাংক কোম্পানি এবং বিমা আইন লঙ্গন করে একাধারে সানলাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং পুঁজিবাজারে অ-তালিকাভুক্ত হালিমা সাত্তার ফাউন্ডেশন এ্যান্ড হেলথ সোসাইটি ও এইচ এস বিজনেস প্রমোটার্স লিমিটেডের এমডি পদে বহাল রয়েছেন।

বাণিজ্য মন্ত্রালয়াধীন ব্যাংক কোম্পানি আইনের ১০৯ ধারা এবং পুঁজিবাজারে তালিকভুক্তির আইন বলা হয়েছে, একজন এমডি একাধিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে থাকতে পারবেন না।
 
অপরদিকে বিমা আইনে বলা হয়েছে, একজন মূখ্য নির্বাহী কর্মকর্তা চাকরিতে বহাল থাকাকালীন অন্যকোনো লাভজনক প্রতিষ্ঠানে পদ ধারণ করতে পারবেন না।


 
জানা গেছে, সানলাইফ ইন্স্যুরেন্সের এমডি মো সোলায়মান হোসেন ২০০৮ সালে এইচ এস গ্রুপের যাত্রা শুরু করেন। এই গ্রুপের অধীনে মোট ৬টি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করছেন তিনি। প্রতিষ্ঠানগুলো হচ্ছে-এইচ এস হেলথ এ্যান্ড এ্যডুকেশন সোসাইটি, এইচ এস মেডিসিন প্লানেট, এইচ, এস বিজনেস প্রমোটার্স লিমিটেড, এইচ এস রিয়েল এস্টেট লিমিটেড, প্রমিনেন্ট ইসলামী ফাইন্যান্স এন্ড কমার্স এম সিএস লিমিটেড, ঢাকা এবং প্রমিনেন্ট সেভিংস এন্ড ক্রেডিট এমসিএস লিমিটেড খুলনা।
 
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি এসব কোম্পানিগুলোর এমডি। তবে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজর(আরজেএসসি) তথ্য অনুসারে তিনি ‘হালিমা সাত্তার ফাউন্ডেশন এ্যান্ড হেলথ সোসাইটি’ এবং ‘এইচ এস বিজনেস প্রমোটার্স লিমিটেডের’ এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সাল থেকে তিনি এই দুই কোম্পানিতে এমডি পদে দায়িত্ব পালন করছেন।
 
এই দুই কোম্পানির এমডি থাকার পরও ২০১২ সালে জুন মাস থেকে সানলাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও পদে চাকরি করছেন। সানলাইফ থেকে এমডি হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা নিচ্ছেন। এর আগের ২ বছর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।
 
নাম না প্রকাশের শর্তে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) একজন উর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বিমা প্রবিধান অনুসারে বিমা কোম্পানির একজন এমডি অন্য কোনো কোম্পানির এমডি তো দূরের কথা, কোনো লাভজনক প্রতিষ্ঠানের পদেও থাকতে পরবেন না। এটা আইনের লঙ্গন।
 
এ বিষয় জানতে বুধবার মুঠোফোনে এমডি সোলায়মান হোসেনের নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ফোনকল রিসিভ করেননি। এরপর তাকে ক্ষুদে বার্তা পাঠানো হয়। এরপর শনিবার(১৩ মে) রাত সাড়ে আটটায় তিনি বাংলানিউজকে বলেন, সানলাইফ ইন্স্যুরেন্সে এমডি হিসেবে যোগদানের আগেই ‘হালিমা সাত্তার ফাউন্ডেশন অ্যান্ড হেলথ সোসাইটি ও এইচ এস বিজনেস প্রমোটার্স লিমিটেডের এমডি পদ থেকে অব্যাহতি দিয়েছি। অব্যাহতি পত্র আইডিআরএকে দেওয়ার পর আইডিআরএ আমাকে সানলাইফের এমডি পদে নিয়োগের জন্য অনুমোদন করেছে। ’

তিনি আরও বলেন, ‘আমি অব্যাহতি দেওয়ার পর প্রতিষ্ঠানদুটিতে অরেকজন এমডি নিয়োগ দেওয়া হয়েছিলো। তিনিও দুই বছর কোম্পানিটি পরিচালনা করেছে। ’

‘তাহলে আরজেএসসিতে এখনো এমডি হিসেবে আপনার নাম রয়েছে কেন?’ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোম্পানি হয়তো তাদের বার্ষিক ফি দেয়নি তাই আরজেএসজি নবায়ন করেনি। ’
তবে তার কাছে অব্যাহতিপত্রের কপি দেখতে চাইলে তিনি দেখাননি। শুধু বললেন, ‘আমার কাছে আছে। ’
 
বাংলাদেশ সময়:  ০৮৪৭ ঘণ্টা, ১৪মে, ২০১৭/আপডেট ১২৪৫
এমএফআই/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।