ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই অ্যাসোসিয়েশন নির্বাচনের ফল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এফবিসিসিআই অ্যাসোসিয়েশন নির্বাচনের ফল ঘোষণা এফবিসিসিআই নির্বাচনের ফলাফল

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদে নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (১৪ মে) রাত ১১টার দিকে সংসদ সদস্য ও নির্বাচন বোর্ডের প্রধান প্রফেসর আলী আশরাফ এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।  

ঘোষণা অনুযায়ী, সর্বোচ্চ ভোট পেয়েছে রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন থেকে খন্দকার রুহুল আমীন  (১২০৬), প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে আবু মোতালেব (১১৯৫), প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন থেকে রাশেদুল হোসেন চৌধুরী (রনি) (১০৫২) নির্বাচিত হয়েছেন।



এছাড়া,  বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থী খন্দকার মইনুর রহমান পেয়েছেন ৯২৩ ভোট, বাংলাদেশ এগ্রো প্রসেস অ্যাসোসিয়েশনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ৯৬৫ ভোট।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কোল্ড স্টোর অ্যান্ড আউটসোর্সিংয়ের প্রার্থী শাফকাত হায়দার (১০১৭), বাংলাদেশ অটো স্পেয়ার্স পার্টস অ্যাসোসিয়েশন থেকে রোটারিয়ান মো. আবুল আয়েস খান (৯৬২)।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে মুন্তাকিম আশরাফ (১১০৫), বাংলাদেশ হার্ডবোর্ড ডিলার্স অ্যাসোসিয়েশন থেকে মীর নিজাম উদ্দীন আহমেদ (১১৪৫)।

ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন থেকে ড. কাজী ইরতেজা হাসান  (১০০১), লেদারগুডস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন থেকে  আমজাদ হোসেন (৯৭৭), পেপার ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে শফিকুল ইসলাম ভরসা (১১৪১)।  

রিকন্ডিশন ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশন থেকে হাবিবুল্লাহ ডন (১০৩৪),  সেকেন্ডারি কোয়ালিটি টিন প্লেট ইমপোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন থেকে নিজামুদ্দীন রাজেশ (৯৭৬)।

ক্যাব অ্যাসোসিয়েশন থেকে  হাফেজ হারুন (৯৭৪), ই-কমার্স অ্যাসোসিয়েশন থেকে শমী কায়সার (১০৭৭), ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ড্রাস্টিজ হেলেনা জাহাঙ্গীর (৯৮৪), আউট সোর্সিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস প্রোভাইডার সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে আবু নাসের (৯২৮)।

নির্বাচনে ১৮টি পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যেখানে ১৯০৫ জন ভোটারের মধ্যে ১৬৬৯ জন ভোটার ভোট দিয়েছেন এবং ২৩৬ জন ভোটার অনুপস্থিত ছিলেন।

সকাল ৯টা থেকে  শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। টানা ৬ ঘণ্টা ভোট গণনা শেষে রাত ১১টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।