সোমবার (২০ নভেম্বর) বেলা ১টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা নবাব বিড়ি ফ্যাক্টরির মাঠে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি।
এসময় উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে উপস্থিত শ্রমিক ভাই ও বোনেরা শিশু বয়স থেকে এই শিল্পের সাথে জড়িত।
'বাংলাদেশে আর বিড়ি শিল্প থাকবে না' মর্মে সম্প্রতি অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে দফায় দফায় দেশব্যাপী বিভিন্ন আন্দোলন করছেন বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকরা। এরই অংশ হিসেবে চলতি মাসের ৫ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে রোড শো। প্রথম দফায় গত ৫ নভেম্বর বাগেরহাট থেকে শুরু হয়ে খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা হয়ে সিরাজগঞ্জে এসে এ রোড শো ও পথসভার শেষ হয়।
রোববার (১৯ নভেম্বর) দ্বিতীয় দফায় কিশোরগঞ্জ জেলা থেকে শুরু হয়েছে তাদের এ আন্দোলন। যা আগামী ২৩ নভেম্বর টাঙ্গাইল জেলা সমাবেশের মাধ্যমে শেষ হবে। সোমবার (২০ নভেম্বর) রোড শো ময়মনসিংহ হয়ে নেত্রকোনায় পৌঁছানোর কথা রয়েছে।
মানববন্ধনে বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারিক হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম কে বাঙালি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদস্য শামীম ইসলাম, আবুল হাসনাত লাভবু, মুক্তাগাছা বিড়ি ফেডারেশনের নেতা জসিম উদ্দিন, সুভাষ ও নাজমুল প্রমুখ।
বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম কে বাঙালি তার বক্তব্যে বলেন, বিড়িশিল্প একটি ঐতিহ্যবাহী শিল্প। এই শিল্প বাংলাদেশের নিজস্ব শিল্প। মালিক-শ্রমিকের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই শিল্পের বিকাশ ঘটেছে। এতে সরকারের কোনো অবদান নেই। সুতরাং যে শিল্প বিকাশে সরকারের কোনো অবদান নেই সেই শিল্প বন্ধেরও কোনো অধিকার তাদের নেই। আমরা প্রয়োজনে জীবন দেব, তবু আমাদের রুটি রুজির একমাত্র অবলম্বন এই শিল্পকে ধ্বংস হতে, বন্ধ হতে দেবো না।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসআইজে/জেএম