ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আয়কর দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি বরিশালে জাতীয় আয়কর দিবসে বর্ণাঢ্য র‌্যালি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব’ স্লোগানে জাতীয় আয়কর দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

জেলা কর অঞ্চলের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে নগরের ক্লাব রোডের করভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেয়ে র‌্যালিটি পুনরায় করভবন সামনে গিয়ে শেষ হয়।

গত ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া আয়কর সপ্তাহের শেষ দিন করভবন প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে র‌্যালির উদ্ধোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশালের কর কমিশনার মো. জাহিদ হাছান, স্থানীয় সরকারের উপ পরিচালক আবুল কালাম আজাদ, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।