মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠবে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫ হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ টাকার 'নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ’ প্রকল্প, ১ হাজার ৯৯০ কোটি ৯৬ লাখ টাকার ‘পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন’ প্রকল্প, ১ হাজার ৯২৫ কোটি টাকার ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (২য় প্রকল্প)’ ও ৬১২ কোটি ৬৯ কোটি টাকার ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প।
একনেক সভা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
আরএম/এমজেএফ