এবার আট বিভাগীয় শহরসহ মোট ১৩ জেলায় পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সম্মিলিতভাবে একটি ব্যানারে একই স্টলের মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়ন তুলে ধরবে।
বুধবার (১০) রাজধানীর মতিঝিলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান, উপ-পরিচালক জোবয়ের উদ্দিন ভূঁইয়া, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সিনিয়র সহ-সভাপতি শরিফ আনোয়ার হোসেন, সহ-সভাপতি ড. জহির, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়রুল বাশার, সিডিবিএল এর ভারপ্রাপ্ত এমডি শুভ্র কান্তি চৌধুরী, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) জেনারেল ম্যানেজার কামাল হোসেন গাজী, সিএসই ঢাকা অফিসের প্রধান গোলাম ফারুক, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জেনারেল ম্যানেজার সামিউল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর শিল্পকলা একাডেমিসহ সারাদেশের জেলা-উপজেলার প্রশাসনিক কার্যালয়ে বৃহস্পতিবার (১১-১৩ জানুয়ারি) থেকে শনিবার পর্যন্ত উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুঁজিবাজারের উন্নয়ন তুলে ধরতে মেলা ব্যাপক ভূমিকা রাখবে।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় পুঁজিবাজার’ উদ্দেশ্য সামনে রেখে মেলার স্লোগান রাখা হয়েছে ‘অর্থনীতির উন্নয়নে প্রযুক্তি’। মেলায় তরুণদের পুঁজিবাজারে আকৃষ্ট করা হবে। পুঁজিবাজারের উন্নয়নে সরকারের গৃহীত ও বাস্তায়িত পদক্ষেপগুলো তুলে ধরা হবে। পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিল্পায়নে পুঁজি উত্তোলন ও বিনিয়োগ সম্পর্কিত স্বচ্ছ ধারণা দেওয়া হবে।
গত বছর ২৭টি জেলায় অংশ নিয়েছিল পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমএফআই/এএ