উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, জেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান টুকু, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন।
বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বাগেরহাট চেম্বার অব কমার্সের পরিচালক খান আবুবক্কর সিদ্দিক, শাহজান মিনা, এম এ নাছির খান, গ্লোবাল ইভেন্ট লিমিটেডের পরিচালক রাসেল কবির, ওমর ফারুক সুমন প্রমুখ।
বাগেরহাট চেম্বার অব কমার্সের সচিব মো. নুরুল আলম বাংলানিউজকে জানান, চেম্বার অব কমার্সের আয়োজনে মাসব্যাপী এ মেলায় সাজসজ্জার দায়িত্বে রয়েছে গ্লোবাল ইভেন্ট লিমিটেড। এবারের মেলায় দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য থাকবে সার্কাস, পুতুল নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনীসহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ইভেন্ট। মেলায় মনোরঞ্জনের ইভেন্ট ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের ৭৮টি স্টল থাকবে।
ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে অর্ধশতাধিক স্টল চলে এসেছে। দুই একদিনের মধ্যে বাকী স্টলগুলো চলে আসবে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
আরএ