সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সুবিধা চালু করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সেবার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা এমটিবিএলের অনুমোদিত এক্সচেঞ্জ হাউজ এবং মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠাতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, সমস্যার কথা অনেকেই বলতে পারেন কিন্তু সমাধান দেখাতে পারেন সাহসী নেতারা। দেশে বৈধপথে যখন রেমিটেন্স আসা কমে আসছিল তখনই এ সমস্যার সমাধান নিয়ে এসেছেন বিকাশের সিইও কামাল কাদির এবং এমটিবিএল এর এমডি আনিস এ খান। তারা বৈধপথে দ্রুত রেমিটেন্স আনার ব্যবস্থা করলেন। তিনি বলেন, আমরা যদি আরও কম খরচে দেশে টাকা আনার ব্যবস্থা করতে পারি তাহলে প্রবাসীরা আর অবৈধ পথে আর রেমিটেন্স পাঠাবে না।
প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনা অনুযায়ী আগামী দিনে ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছি, আশা করি বাংলাদেশ ব্যাংক আমাদের সহযোগিতা করবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক লীলা রশিদ, এমটিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, সিসিও মিজানুর রশীদ প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী পলক।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এমএইচ/আরআইএস/