ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের পরবর্তী এমডি মাহবুব-উল-আলম!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ইসলামী ব্যাংকের পরবর্তী এমডি মাহবুব-উল-আলম!

ঢাকা: বেসরকারিখাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেতে যাচ্ছেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল-আলম।

বর্তমান এমডির অবসরগ্রহণ এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পরই দায়িত্ব নেবেন তিনি।
 
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বাংলানিউজকে বলেন, বয়সের কোটা পূর্ণ হওয়ায় বর্তমান এমডি মো. আব্দুল হামিদ মিঞা অবসরে যাবেন চলতি বছরের ৯ ফেব্রুয়ারি।

তাই বুধবারের (১৭ জানুয়ারি) পর্ষদ সভায় নতুন এমডি হিসেবে মো. মাহবুব-উল-আলমকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, আরাস্তু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ওই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ব্যাংকটির ডিএমডি মো. শামসুজ্জামান ও মোহাম্মদ মনিরুল মাওলাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়।
 
এ সময় ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল রাজীসহ অন্যান্য পরিচালক ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ মিঞা উপস্থিত ছিলেন।
 
বাংলানিউজকে আরাস্তু খান বলেন, মো. মাহবুব-উল-আলমের চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই বাংলাদেশ ব্যাংকে আবেদন পাঠানো হবে। অনুমোদন পেলে হামিদ মিঞা অবসরে যাওয়ার দিন নতুন এমডি কাজে যোগ দেবেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।