শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রাণ ১৮তম জাতীয় আচার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আচার প্রতিযোগিতায় ৩ হাজার ৬৯২ প্রতিযোগির মধ্যে ৮ হাজার ৩০৮টি আচার জমা পড়ে।
অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, নাট্যব্যক্তিত্ব রোকেয়া প্রাচী ও নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া প্রতি ক্যাটাগরির সেরা প্রতিযোগিকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় সেরা প্রতিযোগিকে ওয়াশিং মেশিন ও তৃতীয় প্রতিযোগিকে মাক্রোওভেন দেওয়া হয়।
‘টক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন কুমিল্লার রাবেয়া আক্তার শান্তা, দ্বিতীয় সিলেটের হাসনাত জাহান শিমু ও তৃতীয় ঢাকার মনোয়ারা হক।
‘ঝাল’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন বরিশালের ইরতিফা মৌমি, দ্বিতীয় ঢাকার দিলরুবা কাকন ও তৃতীয় সিলেটের কুমকুম হাজারী।
‘মিষ্টি’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন নারায়ণগঞ্জের উষান, দ্বিতীয় ঢাকার রাজিয়া খানম ও তৃতীয় ঢাকার খাদিজা হোসাইন।
‘অন্যান্য’ বিভাগে প্রথম নারায়ণগঞ্জের আফরোজা বেগম, দ্বিতীয় নীলফামারীর তাসলিমা সরকার ও তৃতীয় ঢাকার আসমা বেগম।
জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ডলি সায়ন্তনী। জনপ্রিয় সব বাংলা গানের সঙ্গে নাচ পরিবেশন করেন চিত্র নায়ক ফেরদৌস ও অপু বিশ্বাস।
অনুষ্ঠানে প্রাণ আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, পরিচালক (করপোরেট ফাইনান্স) উজমা চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চূড়ান্ত পবের্র বিচারক ছিলেন- গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভাইস প্রিন্সিপাল ফাতেমা সুরাইয়া, রন্ধন বিশারদ নাজমা হুদা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ, নাট্যকার ও পরিচালক চয়নিকা চৌধুরী, সংবাদ উপস্থাপিকা শামীম আরা মুন্নি, অভিনেত্রী সালেহা খামন নাদিয়া, আচার শিল্পী জেবুন্নেসা বেগম, পুষ্টিবিদ সাজেদা কাসেম জে্যাতি, শিল্পী সাজিদা সুলতানা পুতুল ও জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসজে/ওএইচ/