রোববার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক আয়োজক সংস্থা সেমস গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়না যৌথভাবে এ প্রর্দশনীর আয়োজন করবে।
সেমস গ্লোবাল ইউএসএ প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেন, ভারত, ব্রাজিল, বেলজিয়াম, কানাডা, চায়না, ফ্রান্স জার্মানিসহ বিশ্বের ২১টি দেশের ৩৫০টি প্রতিষ্ঠান এ আন্তর্জাতিক প্রর্দশনীতে অংশ নিচ্ছে। যেখানে থাকছে সুতা, ডেনিম, নিটেড ফ্রেবিকস, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, অ্যামব্রোয়ডারি, বাটন, জিপার, লিনেন ব্লেন্ডসহ থাককে অ্যাপারেল পণ্যের বিশাল সমাহার।
প্রর্দশনীটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারী সবার জন্য ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানান তিনি।
মেহেরুন এন ইসলাম বলেন, বাংলাদেশ ডাব্লিউটিও র্যাংকিং এ তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ; যার প্রায় ৭ হাজার ৫শ গার্মেন্টস এবং টেক্সটাইল কারখানা ৭৫ শতাংশ ফেব্রিক আমদানি হয়ে থাকে। এ প্রর্দশনী দেশের গার্মেন্টস শিল্পের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পযর্ন্ত এ মেলা চলবে।
সাংবাদ সম্মেলে আরও উপস্থিত ছিলেন- সেমস গ্লোবাল-ইউএসএ সিনিয়র ম্যানেজার নাইম শরীফ, আসিফ আনাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এমসি/জিপি