বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, বাংলাদেশ চা বোর্ড এ প্রদর্শনীর আয়োজন করছে।
লিখিত বক্তব্যে বলা হয়, এবছরও একটি ক্লোনজাত (বিটি-২১) অবমুক্ত করা হবে।
প্রদর্শনীর দ্বিতীয় ও তৃতীয় দিন দু’টি সেমিনার ছাড়াও রয়েছে মিনি অকশন ও চা আড্ডা। প্রদর্শনী উপলক্ষে তিনটি টিভি টকশোর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর প্রতিদিনই থাকবে সাংষ্কৃতিক অনুষ্ঠান।
এবারের আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বাংলাদেশীয় চা সংসদ, এমএম ইস্পাহানী, কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (ফিনলে), আবুল কায়ের কনজুমার প্রডাক্টস, ডানকান ব্রাদার্স, হালদা ভ্যালি পি কোম্পানি, সিটি গ্রুপ এবং ওরিয়ন গ্রুপ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমআইএইচ/এএ