ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জমে উঠেছে ‘মেডিটেক্স এক্সপো ২০১৮’ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মে ৪, ২০১৮
জমে উঠেছে ‘মেডিটেক্স এক্সপো ২০১৮’  এক্সপোতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর যন্ত্রপাতি দেখছেন আগ্রহী দর্শনার্থীরা/ ছবি- জি এম মুজিবুর

ঢাকা: দর্শনার্থীদের ব্যাপক সাড়ায় জমে উঠেছে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত যন্ত্রপাতি নিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৮’।

রাজধানীর কুড়িল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক্সপোর ১১তম আয়োজন শুরু হয়েছে বৃহস্পতিবার (৩ মে)। চলবে ৫ মে (শনিবার) পর্যন্ত।

প্রদর্শনী সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

আন্তর্জাতিক সংস্থা সেমস গ্লোবালের উদ্যোগে আয়োজিত এক্সপোর পাশাপাশি ‘৪র্থ বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০১৮’ এবং ‘৩য় ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো ২০১৮’ চলছে।

আইসিসিবির ২ ও ৩ নম্বর হলে প্রায় ১৭০টি স্টলে মেডিকেল, সার্জিক্যাল, হেলথ কেয়ার, ক্লিনিক্যাল ল্যাব ইক্যুপমেন্ট এবং ফার্মাসিউটিক্যালস ইক্যুপমেন্টের বিশাল সমাহার বসেছে আয়োজিত মেলাগুলোতে। শুক্রবার ছুটির দিন হওয়া সকাল থেকেই দর্শনার্থীদের আগমন ছিল উল্লেখযোগ্য।

মেলায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, চীন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, কোরিয়া, কানাডা, তাইওয়ান, ভারত এবং যুক্তরাজ্য ১৮টি দেশের ১২০টি কোম্পানি অংশগ্রহণ করেছে। এসব কোম্পানি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতির প্রদর্শন ও বিদেশে চিকিৎসা সেবার পরামর্শ প্রদান করছে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রবিউল ইসলাম স্ত্রী সন্তানকে নিয়ে এসেছেন প্রদর্শনীতে। তিনি বলেন, দেশের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনার কারণে অনেকেই প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যান। এই প্রদর্শর্নীতে এসে বিদেশি চিকিৎসা সেবা প্রদান সংক্রান্ত তথ্য পেলাম। এটি ভবিষ্যতে কাজে লাগতে পারে।

মেলায় সফটওয়ার প্রকৌশলী জিকরুল আহসান শাওন বলেন, সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত তথ্যের সরবরাহ করা হচ্ছে প্রদর্শনী থেকে। পাওয়া যাচ্ছে চিকিৎসা সংক্রান্ত অনেক যন্ত্রপাতি। এটি খুব ভালো।

হাইব্রিড হেলথ সিস্টেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডা. ইসমাইল সাইদ বলেন, মানুষ এখন সচেতন। সবাই ভালো চিকিৎসা সেবা পেতে চায়। আমরা চেষ্টা করছি জনগণকে সামর্থ্যের মধ্যে সর্বোত্তম সেবা দিতে।

প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন একটি করে সেমিনারের আয়োজন রয়েছে। ‘দ্য ফিউচার অব হেলথ কেয়ার’, ‘স্ট্রোক প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট’ ও ‘লিভার ডিজিস অ্যান্ড ট্রিটমেন্ট’ শীর্ষক তিনটি সেমিনারের আয়োজন করবে বিভিন্ন প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।