ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দরে ১০০ মহিষ আমদানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ৯, ২০১৮
বেনাপোল বন্দরে ১০০ মহিষ আমদানি মহিষবাহী ট্রাক। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছয়টি ট্রাকে ১০০টি মহিষের প্রথম চালান আমদানি করা হয়েছে।

বুধবার (০৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে মহিষের চালানটি বাংলাদেশে প্রবেশ করে।

বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা ওলিউল্লাহ বাংলানিউজকে বলেন, ১০০টি মহিষের মূল্য ৮২ হাজার ২২৫ ইউএস ডলার।

জেন্টাক ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান এই মহিষগুলো আমদানি করেছে। মহিষগুলো বন্দর থেকে নিয়ে বাংলাদেশ মিল্ক ভিটা প্রতিষ্ঠানে সরবরাহ করবে আমদানিকারক জেন্টাক। এছাড়া বেনাপোল কাস্টমস হাউজ থেকে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাজ করছে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হট লাইন কার্গো ইন্টারন্যাশনাল।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, পরবর্তীতে আমাদের আরো ৩০০ মহিষ আসছে। শুল্ক মুক্ত সুবিধায় এসব মহিষ আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিং বাংলানিউজকে বলেন, মহিষগুলো বাংলাদেশে ঢোকার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এ থেকে জানা গেছে, সবগুলো মহিষ সুস্থ আছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এজেডএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।