ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএসটিআই প্রতিনিধিদলের প্রাণ-আরএফএল’র কারখানা পরিদর্শন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মে ১২, ২০১৮
বিএসটিআই প্রতিনিধিদলের প্রাণ-আরএফএল’র কারখানা পরিদর্শন বিএসটিআই’র প্রতিনিধিদলটি প্রাণ-আরএফএল’র কারখানা ঘুরে দেখে

ঢাকা: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক সরদার আবুল কালামের নেতৃত্বে প্রতিষ্ঠানটির তিন সদস্যের প্রতিনিধি দল প্রাণ-আরএফএল এর দু’টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছে।

শনিবার (১২ মে) গাজীপুরে অবস্থিত আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং নরসিংদীতে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক দু’টি পরিদর্শন করে প্রতিনিধি দলটি।

পরিদর্শনের সময় তারা বেভারেজ, পাস্তুরিত দুধ, স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন প্রোডাকশন ফ্লোর ঘুরে দেখেন।

এছাড়া তারা প্রাণ’র সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি পরিদর্শন করেন।  

প্রাণ’র হেড অব কোয়ালিটি কন্ট্রোল এস এম মারুফ কবীর, ময়মনসিংহ অ্যাগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার পরেশ কান্তি দাস ও প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডেপুটি জেনারেল ম্যানেজার তনুল ইসলাম তাদের কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন।  

এসময় প্রতিনিধিদল কারখানার সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে।  

বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালাম বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের উচিত স্বাস্থ্যকর পরিবেশে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করা; যা নিষ্ঠার সঙ্গে করছে প্রাণ-আরএফএল গ্রুপ। কারখানায় মানসম্পন্ন পণ্য উৎপাদনে নিত্যনতুন প্রযুক্তি ব্যবহার ও পরিবেশ রক্ষায় প্রাণ-আরএফএল’র নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এজন্য প্রাণ-আরএফএল গ্রুপের সবাইকে তিনি ধন্যবাদ জানান।   

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- প্রকৌশলী এস এম ইসহাক আলী, (পরিচালক-সিএম) ও আরাফাত হোসেন সরকার (সহকারী পরিচালক-সিএম)।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১২, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।