ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পরবর্তী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ১৪, ২০১৮
পরবর্তী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে বিদ্যুতের সমস্যা কেটেছে। কক্সবাজারের মহেশখালী দিয়ে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দেশে আসছে। ফলে দেশের শিল্প কারখানায় আর কোনো সমস্যা হবে না। এছাড়া সার্বিক বিষয়ে উন্নতি হওয়ার কারণে পরবর্তী ২০১৯-২০ অর্থবছরে জিডিপির (মোট অভ্যন্তরীণ উৎপাদন) ৮ শতাংশ হবে।

সোমবার (১৪ মে) দুপুরে শেরে বাংলা নগরে মন্ত্রীর নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, পরবর্তী বাজেটে জিডিপি’র প্রাক্কলন করা হয়েছে ৭ দশমিক ৮০ শতাংশ, তবে আশা করছি এটা ৮ শতাংশ হবে।

কারণ আমরা প্রাক্কলনের থেকেও বেশি প্রবৃদ্ধি অর্জন করছি। ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। যেখানে চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৭ দশমিক ৪ শতাংশ। গত ২০১৬-১৭ অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিলো ৭ দশমিক ২৮ শতাংশ। আমরা প্রতিনিয়তই প্রবৃদ্ধিতে ভালো করছি। সেই ধারাবাহিকতায় বলতেই পারি সামনে প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে।

এফডিআই প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, করপোরেট ট্যাক্স কমিয়ে আনতে পারলে দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়বে। ফলে প্রবৃদ্ধিও বাড়বে। আমরা এফডিআই-এ (সরাসরি বৈদেশিক বিনিয়োগ) আরও নজর দেবো। কারণ আমাদের দেশে ব্যবসা করা সহজ। ঢাকায় কম টাকায় অফিসও ভাড়া পাওয়া যায়। এখনও ৩৫ বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা পাইপ লাইনে আছে এগুলো খরচ করার সক্ষমতা বাড়াতে হবে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মধ্যম আয়ের দেশ বলতে আসলে কিছু নেই। এই ধারণা ভুল ছিলো। দরিদ্রতম থেকে স্বল্প আয় এরপরেই উন্নয়নশীল দেশ। এখন আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। আমরা আর মধ্যম আয়ের দেশে নাই এটা এখন থেকেই বাদ দিলাম।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এমআইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।