ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিড়ির ওপর শুল্ক কমানোর দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মে ২০, ২০১৮
বিড়ির ওপর শুল্ক কমানোর দাবি

ঢাকা: দেশের দরিদ্র মানুষের রুটি রুজির ঠিকানা বিড়ি শিল্পকে ধ্বংস নয়, টিকিয়ে রাখতে বিড়ির ওপর প্রতি হাজারে ১৮ গুণ শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি।

রোববার (২০ মে) অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ দাবি উত্থাপন করা হয় বলে জানান সমিতির সভাপতি বিজয় কৃষ্ণ দে।
 
সভা শেষে আকিজ বিড়ির প্রতিনিধি মো. আনোয়ার সাংবাদিকদের বলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে কয়েকটি প্রস্তাব বিবেচনায় অর্থমন্ত্রীর কাছে ভারতের মতো বাংলাদেশের বিড়ি শিল্পে শুল্ক নির্ধারণের দাবি জানানো হয়েছে।

প্রতি হাজার বিড়িতে শুল্ক ১৪ টাকা করার দাবি তোলা হয়েছে যা বর্তমানে ২৫২ টাকা ৫০ পয়সা রয়েছে। এছাড়া যেসব বিড়ি কারখানায় ২০ লাখ শলাকার কম উৎপাদন হয় তাদের শুল্ক নেওয়া যাবে না বলেও দাবি করা হয়েছে। অর্থমন্ত্রী আমাদের দাবির বিষয়ে তার ইতিবাচক মনোভাব দেখিয়েছন। বাজেটে বিষয়টি বিবেচনা করবেন বলে তিনি আমাদের আশস্ত করেছেন।
 
বৈঠকে আকিজ বিড়ি, কিসমত বিড়ি, গফুর মায়া বিড়ি, পঁচা বিড়ি, আজগর বিড়ির কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মে ২০, ২০১৮
এসএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।