ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের আখাউড়া স্থলবন্দর পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের আখাউড়া স্থলবন্দর পরিদর্শন আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। ছবি বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। 

বুধবার (২৩ মে) দুপুরে বন্দর পরিদর্শনকালে কমিশনার বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, যাত্রী সেবার মান বৃদ্ধি ও নিরাপত্তাসহ সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন।  

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের বন্দরগুলোর উন্নয়নে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় আখাউড়া স্থলবন্দরের উন্নয়নেও সরকারের পরিকল্পনা রয়েছে। অচিরেই এ বন্দরের উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে।  

বন্দরে সেবা নিতে আসা কেউ যাতে হয়রানির শিকার না হয়; সংশ্লিষ্টদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।  

পরিদর্শনকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ২৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টর) মো. আবু সাঈদসহ বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।