বুধবার (২৩ মে) দুপুরে আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে এসব পাইপ পরিবহন শুরু হয়।
১৯৭২ সালের নৌ-প্রটোকোল চুক্তির ট্রান্সশিপমেন্ট এর আওতায় ৪৫০ কিলোমিটার জলপথ ও স্থলপথ ব্যবহার করে বিভিন্ন পণ্য পরিবহন করছে ভারত।
এরই ধারাবাহিকতায় ভারতের পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ১৭’শ ৩১ টন স্টিলের পাইপ নিয়ে ভারতীয় জাহাজ এমভি মহাদেব ৬ মে (রোববার) আশুগঞ্জ নৌবন্দরের কাছে মেঘনা নদীতে নোঙর করে। এসব পাইপ পরিবহনে বাংলাদেশ ভয়েজ পারমিশন ফি, পাইলট অবস্থান ফি, ল্যান্ডিং ফি, চ্যানেল ফি, নিরাপত্তা ফিসহ প্রতি টনে ১৯২ টাকা করে পাবে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘন্টা মে ২৩, ২০১৮
এসআই