ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএটি বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলো মাস্টহেড পিআর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ২৮, ২০১৮
বিএটি বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলো মাস্টহেড পিআর

ঢাকা: দেশের অন্যতম বৃহৎ বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রসিদ্ধ পাবলিক রিলেশন এজেন্সি মাস্টহেড পিআর।

চুক্তি অনুযায়ী মাস্টহেড পিআর বিএটি বাংলাদেশকে এক্সক্লুসিভ পিআর প্ল্যানিং এবং সল্যুশন দেবে। সম্প্রতি বিএটি বাংলাদেশ এবং মাস্টহেড পিআর এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বিএটি বাংলাদেশের প্রধান কার্যালয়ে সম্পন্ন হয়।

 

বিএটি বাংলাদেশের হেড অব লিগ্যাল অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স মুবিনা আসাফ এবং মাস্টহেড পিআর এর ম্যানেজিং ডিরেক্টর জিয়াউদ্দিন আদিল নিজস্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শেহজাদ মুনিম; টপ অব মাইন্ডের গ্রুপ সিওও শারফুদ্দিন আহমেদ চৌধুরী; মাস্টহেড পিআর এর ডিরেক্টর প্ল্যানিং রাশেদুল মজিদ মামুন; বিএটি বাংলাদেশের মুখপাত্র মেহনাজ কবির।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।